‘শিশু বক্তা’ রফিকুলের ফোনে পর্নোগ্রাফি পেয়েছে পুলিশ

সময় ট্রিবিউন | ১৪ এপ্রিল ২০২১, ০০:৪৩

‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানী-ফাইল ছবি

‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর জব্দ করা মোবাইল ফোনে আপত্তিকর ও অশ্লীল পর্নোগ্রাফি পেয়েছে বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গাজীপুর পুলিশের উপকমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ সংবাদ সম্মেলন করে এ কথা জানান।

মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়া ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে আপত্তিকর ও অশ্লীল পর্নোগ্রাফি পেয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা। তিনি নিয়মিত এ ধরনের ভিডিও দেখতেন। তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তাঁর বিরুদ্ধে করা মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারা যুক্ত করা হয়েছে। জেলহাজতে থাকা রফিকুলের সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে।

এর আগে ৮ এপ্রিল নেত্রকোনায় নিজের বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়। আটকের পর গাছা থানায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি গাজীপুরের জেলহাজতে আছেন। তাঁর বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর