সমালোচিত চিত্রনায়িকা পরীমনির অবৈধ কাজে যারা জড়িত, নেপথ্যে যারা আছে তাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।
শুক্রবার ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
হারুন অর রশিদ বলেন, পরীমনি মূলত একজন সিনেমার নায়িকা। কিন্তু এর আড়ালে তিনি যেসব অবৈধ কাজ করতেন, সেগুলো কাদের নিয়ে করতেন, কাদের সহযোগিতায় করতেন, কারা নেপথ্যে রয়েছে— আমরা তাদের নাম জানতে পেরেছি। তাদের সবাইকেই গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, শিগগির কস্টিউম ডিজাইনার জিমিকে গ্রেপ্তার করা হবে এবং এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হবে।
নজরুল ইসলাম রাজের বিষয়ে তিনি বলেন, রাজ একজন লেখাপড়া না জানা মানুষ। ছোট চাকরি করতেন। বিভিন্ন মডেলকে নিয়ে ঘরোয়া পার্টি করতেন। উচ্চবিত্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। তার কাছ থেকেও আমরা তথ্য পেয়েছি। এ ঘটনায় জড়িত সবাই আইনের আওতায় আনা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: