মুন্সিগঞ্জে ২০০ মণ জাটকা জব্দ, তিনজনের কারাদণ্ড

সময় ট্রিবিউন | ১১ এপ্রিল ২০২১, ০২:৫৩

ফাইল ছবি

বিক্রির জন্য জাটকা পরিবহন করায় মুন্সিগঞ্জের গজারিয়া ও লৌহজং উপজেলায় পৃথক অভিযানে ২০০ মণ (৮ হাজার কেজি) জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিন ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবদুস সালাম জানান, শনিবার সকালে জাটকা বিক্রি করার জন্য একটি ট্রলারে করে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন কয়েকজন জেলে। ট্রলারটি থ্রি–এঙ্গেল শিপইয়ার্ডের কাছে মেঘনা নদীতে এলে গজারিয়া নৌ পুলিশ ১০০ মণ জাটকাসহ চারজনকে আটক করে। পরে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চারজনকে ওই সাজা দেওয়া হয়।

এদিকে লৌহজং উপজেলার হলদিয়া এলাকায় ঢাকাগামী একটি ট্রাক থেকে ১০০ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে ২০টি ড্রামভর্তি এসব জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সিরাজুল কবির বলেন, জটকা বহনকারী ট্রাকটি নৌ পুলিশের হেফাজতে আছে। আর জব্দ করা ইলিশ শনিবার সকালে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর