ফরিদপুরের সালথায় গেল সোমবার রাতে গুজব ছড়িয়ে নজিরবিহীন হামলা, ভাংচুর, সহিংসতার ঘটনায় চার হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
সেদিনের ঘটনায় সালথা থানার এসআই মিজানুর রহমান ফুকরা বাজার এলাকায় জনতার হামলায় আহত হন। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাতে মিজানুর ৮৮ জনের নাম উল্লেখ করে এ ছাড়া ৩ থেকে ৪ হাজার ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন।
এখন পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান।
গেল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সালথা থানা, উপজেলা কমপ্লেক্সসহ ওই এলাকার বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন উত্তেজিত জনতা। বিভিন্ন গুজব ছড়িয়ে এ তাণ্ডব চালানো হয়। পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সালথা থানার ওসি মো. আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলার এজাহারভুক্ত তিন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আরও দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
তবে সালথার বর্তমান পরিস্থিতি শান্ত আছে বলে ওসি জানান।
আপনার মূল্যবান মতামত দিন: