রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১

সময় ট্রিবিউন | ২৯ মে ২০২১, ০৬:৪৯

ছবি : ইন্টারনেট

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৬২ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৯৫ বোতল ফেন্সিডিল, ৩৬ কেজি ৯৫১ গ্রাম ১৫ পুরিয়া গাঁজা, ইনজেকশন ২৪টি, নতুন মাদক এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) ২০০ব্লট পিস, ফেন্সিডিল ৪৭০ বোতল ও ১হাজার ৭৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর