প্রথম কোন মুসলিমকে বিচারক মনোনয়ন যুক্তরাষ্ট্রের

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ০৭:৩৮

প্রতীকী ছবি

প্রথমবারের মতো কোনো মুসলিম ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশনাল নিউজ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ মার্চ) বাইডেন এই মনোনয়ন দেন।

প্রথম মুসলিম হিসেবে ফেডারেল বিচারপতি পদে মনোনয়ন পাওয়া ব্যক্তির নাম জাহিদ কোরাইশি (৪৫)। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। বর্তমানে তিনি নিউ জার্সিতে ম্যাজিষ্ট্রেট বিচারক হিসেবে কাজ করছেন। প্রথম মুসলিম হিসেবে ২০১৯ সাল থেকে নিউ জার্সির ওই পদে কাজ করছেন তিনি। বাইডেনের মনোনয়নের পর এখন সিনেটের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মনোনয়ন নিশ্চিত হলে নতুন ওই পদে যোগ দেবেন জাহিদ কোরাইশি।

উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মনোনীত ব্যক্তি আজীবন সুপ্রিম ও ফেডারেল আদালতে কাজ করে যাবেন। তবে কাজে যোগদানের আগে অবশ্যই প্রেসিডেন্টের এসব মনোনয়ন যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর