মেয়ের বিয়েতে বাধা দেওয়ায় বাবাকে খুন, যুবকের মৃত্যুদণ্ড

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৪ জুন ২০২৩, ০৪:২১

সংগৃহীত ছবি

বগুড়ায় মেয়ের বিয়েতে বাঁধা দেয়ায় বাবা ছায়েদ আলীকে হত্যা মামলায় রনি আহম্মেদ (২৭) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ-১ এর বিচারক হাবিবা মন্ডল এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রনি শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি গণমাধ্যমকে বিষয়গুলো নিশ্চিত করে বলেন, ২০১৮ সালে গাবতলীর মুরগি ব্যবসায়ী ছায়েদুলের কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করতেন রনি আহম্মেদ। ওই বছরের ৫ মে রাত ৮টার দিকে রনি ছায়েদ আলীর মেয়েকে জোর করে বিয়ে করার জন্য তার বাড়িতে ডুকেন। এ সময় ছায়েদ আলী বাধা দিলে রনি তাকে বার্মিজ চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। পরে দ্রুত হাসপাতালে নিলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম পরদিন গাবতলী থানায় রনিকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন৷



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর