আয়কর ফাঁকির মামলায় বিএনপি নেতা দুলুর বিচার শুরু

সময় ট্রিবিউন ডেস্ক | ১০ এপ্রিল ২০২৩, ০১:২১

সংগৃহীত

১৫ বছর আগের আয়কর ফাঁকির মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।

আজ রোববার (৯ এপ্রিল) ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান মামলা থেকে দুলুর অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৪ মে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো তার।

আজ দুলুর আইনজীবী তার পক্ষে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনের আবেদন জানানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে চার্জগঠনের আদেশ দেন বিচারক। বিএনপি নেতা দুলু এ সময় আদালতে উপস্থিতি ছিলেন।

দুলুর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ সব তথ্য জানান।

প্রসঙ্গত, রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে ২০০৮ সালের ৩ আগস্ট দুলুর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৮৩ সাল থেকে শুরু করে মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন তিনি। এ ছাড়া প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে তিনি আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর