লালমনিরহাটে জেএমবি ৫ সদস্যের যাবজ্জীবন

সময় ট্রিবিউন ডেস্ক: | ২ মার্চ ২০২৩, ০৩:৫২

সংগৃহীত ছবি

লালমনিরহাটে জামাত উল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হোসেন আলী লাল, আসমত আলী ওরফে লাল্টু, শফিউল আলম সাদ্দাম, আবু নাঈম মিস্টার ও আলী হোসেন।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আকমল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে জেএমবির পাঁচ সদস্যের পৃথক পাঁচটি রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর