শিক্ষক উৎপল হত্যা: আসামি আশরাফুল ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, ঢাকা | ১ জুলাই ২০২২, ০৮:৫১

শিক্ষক হত্যার প্রধান আসামি আশরাফুল আহসান-ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল আহসানের (জিতু) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজীব হাসান বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন।

২৫ জুন স্কুলে ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন আশরাফুল আহসান। তিনি ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক উৎপল কুমারের মৃত্যু হয়। ঘটনার পরপরই আশরাফুল পালিয়ে যান। গতকাল বুধবার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর