হেফাজতের দুই মামলার তদন্ত করবে পিবিআই

সময় ট্রিবিউন | ৩০ এপ্রিল ২০২১, ২২:১৫

ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় হওয়া দুই মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে দেশব্যাপী বিক্ষোভ শুরু করে হেফাজতে ইসলাম। গত ২৬ মার্চ হাটহাজারীতে তাদের এই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে চার হেফাজতকর্মী নিহত হয়। একই ঘটনায় হেফাজতকর্মীরা হাটহাজারী থানা, ভূমি অফিসসহ বেশকিছু স্থাপনায় হামলা চালায়। পরে এসব ঘটনায় হাটহাজারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাতটি মামলা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর