ইন্দোনেশিয়ার বানটেন প্রদেশের একটি কারাগারে আগুন লেগে অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
স্থানীয় সময় বুধবার রাত একটার দিকে দেশটির টাঙ্গেরাং কারাগারে আগুন লাগে। কারাগারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দিদের গাদাগাদি করে রাখা হয়েছিল। রয়টার্স জানিয়েছে, ৬শ জনের ধারণ ক্ষমতা হলেও সেখানে প্রায় ২ হাজার বন্দিকে রাখা হয়েছিল।
ইন্দোনেশিয়ার সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, কারাগারটির ব্লক সিতে আগুন লাগে যেখানে মাদক সংক্রান্ত নানা অপরাধীকে রাখা হয়েছিল। কারাগারটিতে এখনও উদ্ধারকাজ চলছে। আগুনের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: