মুসলমানদের ওপর হামলার ঘটনায় কড়া বার্তা এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক | ১০ মে ২০২১, ০৪:৪৮

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।

জেরুজালামে আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনাকে ‘জঘন্য’ উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।

শনিবার (০৮ মে) এরদোগান টুইটারে ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র উল্লেখ করে বলেন, মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে ইসরাইলের জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। দুর্ভাগ্যক্রমে প্রতি রমজানে ইসরাইল এই হামলা চালায়।

টুইটে তিনি আরও লেখেন , তুরস্কের নাগরিক হিসেবে যে কোনো পরিস্থিতে আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়াব। ইসরাইল নিষ্ঠুর ও সন্ত্রাসবাদী রাষ্ট্র। তারা ক্রমাগত মুসলমানদের ওপর আক্রমণ চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমি জাতিসংঘ এবং সব মুসলিম সংগঠনকে এই গুরুতর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সংস্থার বরাতে রয়টার্স জানায়, মসজিদের মুসল্লিদের ওপর হামলায় অন্তত ৮০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এ ছাড়া ইসরায়েলি পুলিশের মুখপাত্র রয়টার্সকে জানায়, অন্তত একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর