যুক্তরাষ্ট্রে বিগত ১০ বছরে ৩৪০ জনকে নির্বিচারে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | ২৬ মে ২০২২, ১৫:৪০

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার বিকেলে গুলি করে ১৯ শিশু ও দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে হত্যা করেছে এক তরুণ। যা এক দশকের মধ্যে দেশটিতে ঘটে যাওয়া ভয়াবহ বন্দুক হামলার একটি।

যুক্তরাষ্ট্রে শুধু চলতি বছরেই এ পর্যন্ত ২১২টি ‘নির্বিচার গুলির’ ঘটনা ঘটেছে। কোনো বন্দুক হামলায় চারজন বা তার অধিক ব্যক্তি আহত বা নিহত হলে এ ঘটনাকে নির্বিচার গুলির ঘটনা হিসেবে অভিহিত করা হয়। তবে এতে হামলাকারী অন্তর্ভুক্ত নয়।

ঘন ঘন নির্বিচার গুলির ঘটনার পরও অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে যথাযথ আইন প্রণয়ন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

বিগত ১০ বছরে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলার পরিসংখ্যান ও হতাহতের সংখ্যা উল্লেখ করা হল-

মে ১৪, ২০২২ সালে নিউ ইয়র্কের বাফালো শহরে এ এক শ্বেতাঙ্গ ব্যক্তি ১০ কৃষ্ণাঙ্গকে একটি সুপারমার্কেটে গুলি চালিয়ে হত্যা করেন। তাকে তৎক্ষণাৎ আটক করা হয়েছিল এবং তিনি এখন কারাগারে রয়েছেন।

এপ্রিল ১২, ২০২২ সালে নিউ ইয়র্ক সিটিতে ৬২ বছর বয়সি এক ব্যক্তি সাবওয়েতে একটি স্মোক বোমা নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি ছুড়লে ২৩ জন আহত হন। এ ঘটনায় তাকেও আটক করা হয়েছিল।

নভেম্বর ৩০, ২০২১ সালে মিশিগানে এক তরুণ অক্সফোর্ডের একটি উচ্চ বিদ্যালয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে চার শিক্ষার্থীকে হত্যা করে এবং হামলায় আরও সাতজন আহত হন।

২০২১ সালের ১৬ এপ্রিল, ইন্ডিয়ানা রাজ্যে ফেডএক্সের সাবেক এক কর্মী গুলি করে আট ব্যক্তিকে হত্যা করেন। পরে তিনিও আত্মহত্যা করেন।

২০২১ সালের ৩১ মার্চ, লস অ্যাঞ্জেলেসের শহরতলির একটি ভবনে হামলায় চারজন নিহত হন। এর মধ্যে একজন শিশুও ছিল। পরে সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়।

মার্চ ২২, ২০২১ সালে কলরাডোর বোল্ডারের একটি সুপারমার্কেটে নির্বিচার গুলিতে ১০ জন নিহত হন। এর মধ্যে এক পুলিশ কর্মকর্তাও ছিলেন।

মার্চ ১৬, ২০২১ সালে আটলান্টার ডে স্পাগুলোতে হামলায় এশীয় বংশোদ্ভূত ছয় নারীসহ আটজন নিহত হন। এ ঘটনায় শ্বেতাঙ্গ এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

ফেব্রুয়ারি ২৬, ২০২০ সালে মোলসন কুর্স বেভারেজ কো ব্রুইং কমপ্লেক্সে এক বন্দুকধারীর হামলায় তার পাঁচ সহকর্মী নিহত হয়েছেন। পরে তিনিও আত্মহত্যা করেন।

আগস্ট ৪, ২০১৯ সালে ওহাইওর ডেটন শহরে বর্ম পরা এক বন্দুকধারীর এলোপাতাড়ি হামলায় তার বোনসহ ৯ জন নিহত হন। পরে পুলিশ তাকে হত্যা করে।

আগস্ট ৩, ২০১৯ সালে টেক্সাসের এল পাসোতে ওয়ালমার্টের একটি স্টোরে এক বন্দুকধারীর হামলায় ২২ জন নিহত হন। পরে কর্তৃপক্ষ হামলাকারীকে গ্রেপ্তার করে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর