জ্বালানী সংকটে ইউক্রেনের সামরিক বিমান বিধ্বস্ত; ৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | ২৩ এপ্রিল ২০২২, ০৭:০১

ছবিঃ ইন্টারনেট

জ্বালানী শেষ হয়ে যাওয়ায় ইউক্রেনের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৫ সেনা নিহত ও ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের দক্ষিণ দিকের শহর জাপোরিঝঝিয়ায় এ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে।

যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি এএন-২৬ মডেলের বিমান। ইউক্রেনের বিমান বাহিনী সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে বিমানটি ব্যবহার করত।

জাপোরিঝঝিয়া আঞ্চলিক সেনা প্রশাসন জানিয়েছে, এএন-২৬ বিমানটি জাপোরিঝঝিয়ার ভিলনিয়া বিভাগে শুক্রবার সকালে বিধ্বস্ত হয়।

এদিকে গত শনিবার বিমান বিধ্বংসী হামলা চালিয়ে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সামরিক সরঞ্জাম পরিবহণকারী একটি বিমান ভূপাতিত করেছিল। সেই বিমানটিতে পশ্চিমাদের পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ছিল।

নতুন করে বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার হামলার কারণেই ভূপাতিত হওয়ার পর বিধ্বস্ত হয়েছে কিনা এ বিষয়টি নিশ্চিত নয়। তবে রাশিয়া কয়েকদিন ধরেই জানিয়ে আসছে তারা ইউক্রেনের সামরিক স্থাপনা ও অস্ত্র গোলাবারুদের ওপর হামলা চালাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর