অমিক্রন আতঙ্ক: স্বাস্থ্যমন্ত্রী বললেন দেশ ভালো আছে, নিরাপদে আছে

সময় ট্রিবিউন | ৬ ডিসেম্বর ২০২১, ০৯:৩১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক-ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন মোকাবিলায় এ মূহূর্তে দেশের সীমান্ত বন্ধের কোনো পরিকল্পনা নেই। দেশ ভালো আছে, নিরাপদে আছে।’

রোববার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টে (বিআইএইচএম) নবনির্মিত ভবন পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

পরে সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাহিদ মালেক বলেন, ‘এখনো এমন পরিস্থিতি হয়নি যে বর্ডার বন্ধ করতে হবে বা লকডাউন দিতে হবে। সীমান্ত এলাকার প্রতিটি বর্ডারে স্ক্রিনিং ও পরীক্ষাব্যবস্থা জোরদার করা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অমিক্রন মোকাবিলায় আমাদের যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব, ইতিমধ্যেই সব নিয়েছি। আমরা এর মধ্যেই অমিক্রন মোকাবিলায় একটি আন্তমন্ত্রণালয় সভা করেছি। সেই সভা থেকে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাউথ আফ্রিকা ও অমিক্রন আক্রান্ত অন্যান্য দেশ থেকে যে–ই আসবে, তাঁকে ৪৮ ঘণ্টা আগে টেস্ট করে আসতে হবে এবং দেশে তাঁদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।’

জাহিদ মালেক বলেন, ‘ঢাকায় যেসব হাসপাতালে আগেও কোভিড চিকিৎসা হয়েছে, সেগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে। তার বাইরেও আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এয়ারপোর্টে স্ক্রিনিং–ব্যবস্থা জোরদার করা হয়েছে। ল্যাবের পরিধি বাড়ানো হয়েছে। আগে ২ হাজার স্কয়ার ফিটের ল্যাব ছিল, সেটি এখন ৩০ হাজার স্কয়ার ফিটের বেশি সম্প্রসারণ করা হয়েছে।’

সরকারের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নতুন করে অতি সম্প্রতি আট হাজারের বেশি নার্স এবং চার হাজারেরও বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। দেশে চিকিৎসা ব্যবস্থাপনা আরও জোরদার করা হয়েছে। অমিক্রন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তগুলোর দিকেও আমাদের দৃষ্টিপাত রয়েছে। তবে সব প্রস্তুতির পরও দেশের মানুষকে আরও স্বাস্থ্য সচেতন হতে হবে।’

ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের এই মুহূর্তে দেশে না এলেই ভালো হবে বলে জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে যাঁরা দেশে আসবেন, তাঁদেরও দায়িত্ব আছে। তাঁরা যেন সংক্রমিত হয়ে দেশে না আসেন। যাঁরা বিদেশে আছেন, বিশেষ করে যাঁরা আফ্রিকার দেশে আছেন, এই মুহূর্তে দেশে না এলেই ভালো হয়। কারণ, আপনারা আপনাদের পরিবার ও দেশকে নিরাপদে রাখতে চাইবেন। তাই যে যেখানে আছেন, সেখানেই নিরাপদে থাকুন।’

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ সময় আরও ছিলেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর