যুক্তরাষ্ট্র থেকে এল ১৮ লাখ ডোজ ফাইজার টিকা

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২১, ০৭:৫৮

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশকে করোনাভাইরাসের আরও ১৮ লাখ ডোজ ফাইজারের টিকা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশকে বিনামূল্যে ১.৮ মিলিয়ন ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে দেওয়া টিকার পরিমাণ দাঁড়াল ১৬ দশমিক ৮ মিলিয়ন। এর বাইরে আরও কয়েক মিলিয়ন টিকা বাংলাদেশকে দেবে যুক্তরাষ্ট্র।   

করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এখন পর্যন্ত ১২১ মিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে বলেও জানায় দূতাবাস।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্র টিকার কোল্ড-চেইন স্টোরেজ, পরিবহন এবং ডেলিভারি সহায়তার পাশাপাশি জীবন রক্ষাকারী টিকা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর