গত ২৪ ঘন্টায় করোনায় সারাদেশে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৭৮৫ জনের। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৪৬৯ জন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য মতে, দেশে ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩০৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৬৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ।
এর আগে গত ১৫ অক্টোবর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা চারশর নিচে নেমে এসেছিল। পরদিন তা তিনশরও নিচে নেমে আসে। এরপর রবি ও সোমবার যথাক্রমে ৩১৪ এবং ৩৩৯ জন রোগী শনাক্ত হয়। মঙ্গলবার তা আবার চারশ ছাড়াল।
তবে, নমুনা পরীক্ষার বিপরীতে দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ও হার বাড়লেও মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: