রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ২২:০৩

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা ইউনিট-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে ২ জন নারী ও একজন পুরুষ। ৩ জনের মধ্যে ২ জন নওগাঁ ও একজন রাজশাহীর বাসিন্দা। তাদের সবার সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।

বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১২ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করে ৬ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৮৫টি নমুনা পরীক্ষা করে একজন, জয়পুরহাটের ২৭টি নমুনা পরীক্ষা করে একজন ও চাঁপাইনবাবগঞ্জের ৭০টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে সংক্রমণের হার ৪ দশমিক ৬৬ শতাংশ, জয়পুরহাটে ৩ দশমিক ৭০ শতাংশ ও জয়পুরহাটে ৫ দশমিক ৭১ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। আজ সকাল পর্যন্ত ১৯২টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৮৫ জন। বর্তমানে মোট ৯১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর