রাঙামাটির বিলাইছড়ির দুর্গম পাহাড়ি এলাকা বড়থলি ইউনিয়নে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারেযোগে গিয়ে করোনার দ্বিতীয় ডোজের গণটিকা প্রদান করা হয়েছে।
বুধবার ২৭৩ জনকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
এর আগে ১০ আগস্ট একইভাবে গিয়ে সেখানে ২৯২ জনকে প্রথম ডোজ সিনোফার্মার ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে গিয়ে ওই এলাকায় গণটিকা কার্যক্রম পরিচালনা শেষ করে বিকালে ফিরেছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ টিম।
বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা বলেন, ওই এলাকায় করোনার টিকা ছাড়াও একইভাবে বিভিন্ন সময়ে ইপিআই ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
আপনার মূল্যবান মতামত দিন: