একদিনে হাসপাতালে আরও ৩০১ জন ডেঙ্গু রোগী

সময় ট্রিবিউন | ১২ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৪

ছবি : ইন্টারনেট

করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু। দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০১ জন ডেঙ্গু রোগী। 

শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ৩০১জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২৭১ জন, ঢাকার বাইরে রয়েছেন ৩০ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৩ জন ও অন্যান্য বিভাগে মোট রোগী ভর্তি হয়েছেন ১৮৮ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৫৫৬জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১২ হাজার ২৩১ জন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী আল আমিন লেবু।ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৪ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর