করোনায় দেশে আরও ৬৫ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৭ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৮

করোনায় মারা যাওয়া ব্যক্তির কবরে মোনাজাত করছেন স্বজনেরা-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৬৫ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬২৮ জনে।

এদিকে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭১০ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনে।

সোমবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। এই ২৪ ঘণ্টায় ৩৩ জন নারী করোনায় মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ৩২ জন।

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মহামারি করোনার প্রকোপ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৪০৮ জন নারী মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ১৭ হাজার ২২০ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর