দেশে করোনায় আরও ৮৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৪৮

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ০১:৪৩

করোনায় মারা যাওয়া ব্যক্তিকে দাফনের ব্যবস্থা করা হচ্ছে- ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮৯ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৯৪৮ জনের দেহে। শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে।

রোববার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন।

এর আগে শনিবার (২৮ আগস্ট) অধিদপ্তর জানায়, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত হয় ৩ হাজার ৪৩৬ জনের দেহে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর