জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার ছয় লাখ ডোজ টিকা দেশে আসছে। শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে টিকা বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ছয় লাখ ডোজ টিকা প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা সোয়া ৭টায় দেশে পৌঁছাবে।
এর আগে গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে জাপানের উপহারের অক্সফোর্ডের টিকার শেষ অংশ ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
নতুন পাঠানো এই টিকার চালানটি দেশে আসলে জাপান থেকে কোভাক্সের আওতায় মোট ৩০ লাখের বেশি টিকা পাবে বাংলাদেশ।
আপনার মূল্যবান মতামত দিন: