রামেকে আরো ৭ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি | ২৫ আগষ্ট ২০২১, ১৮:৪৯

ছবিঃ সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। এদের মধ্যে একজন করোনায় এবং ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বুধবার (২৫ আগস্ট) সকাল ৯টার মধ্যে এরা মারা যান। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে কুষ্টিয়া জেলার একজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর ৩ জন, নওগাঁর ২ এবং নাটোরের একজন মারা গেছেন। মৃতব্যক্তিদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর