অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট এক হাজার ১৬৬ জন মারা গেছেন।
একই সময়ে ১২টি ল্যাবে এক হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করে ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৬ হাজার ৫০৩ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মহানগর এলাকার ৭০ হাজার ৬৪৩ ও ২৫ হাজার ৮৬০ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। মহানগর এলাকার ৬৬৪ ও উপজেলা পর্যায়ের ৫০২ জনসহ মোট এক হাজার ১৬৬ জন মারা গেছেন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: