দেশে এবার করোনার ‘ল্যাম্বডা’ ধরন শনাক্ত

সময় ট্রিবিউন | ১৬ আগষ্ট ২০২১, ২১:২৪

ফাইল ছবি

দেশেঅতিমারি করোনাভাইরাসের নতুন ধরন “ল্যাম্বডা” শনাক্ত হয়েছে। বিশ্বের ২৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া পেরুর এ ধরনটি মার্চ মাসে সংগ্রহ করা এক নমুনায় শনাক্ত হয়েছে।

জানা গেছে, রাজধানীতে ৪৯ বছর বয়সী একজন নারীর নমুনা সিকোয়েন্সিং করে ল্যাম্বডার (C.37) উপস্থিতি পাওয়া গেছে।

জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) থেকে এসব তথ্য জানা গেছে।

জিনোম সিকোয়েন্সের তথ্য আপলোড করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। বিসিএসআইআর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ জিনোম সিকোয়েন্স করেছে।

প্রসঙ্গত, গতবছর মার্চে দেশে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকেই করোনাভাইরাসের যুক্তরাজ্য ধরন ও দক্ষিণ আফ্রিকা ধরন ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর এ বছর ৮ মে শনাক্ত হয় ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভারতীয় ধরন। বর্তমানে দেশের বেশির ভাগ মানুষই করোনাভাইরাসের এ ধরনটিতে আক্রান্ত।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর