করোনাভাইরাস: কুষ্টিয়ায় আরও ১৫ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৯ আগষ্ট ২০২১, ২০:৫৬

ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন করোনায় ও পাঁচ জন উপসর্গ নিয়ে মারা যান।

একই সময়ে ৫১১টি নমুনা পরীক্ষায় ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ শতাংশ।

সোমবার হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় ও উপসর্গ নিয়ে মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৫৬ জন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ২৪১ জন ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৭৭০ জন।

এর আগের ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ১১ জন করোনায় ও একজন উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে ৪৯৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২২ দশমিক ৮৪ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪৯ জন এবং মারা গেছেন ৬৩০ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর