করোনায় নারীর চেয়ে পুরুষের দ্বিগুণ মৃত্যু

সময় ট্রিবিউন | ৪ আগষ্ট ২০২১, ০৫:১৭

ফাইল ছবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অতিমারি করোনাভাইরাসে সারা দেশে নারীর চেয়ে পুরুষের মৃত্যুহার দ্বিগুণেরও বেশি। এখন অবধি করোনায় মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৯৭ জনের। তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৪১৯ জন। আর নারী ৬ হাজার ৯৭৮ জন।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৫। নারী-পুরুষের হিসাবে দেখা গেছে, যাওয়াদের মধ্যে ১৪০ জন পুরুষ এবং ৯৫ জন নারী। যাদের মধ্যে ১৫ জন বাসায় মারা গেছেন। ১ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। বাকিরা মারা গেছেন হাসপাতালে।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৬ জন। সবমিলিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। অন্যদিকে এখন অবধি মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর