গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২২ জন। করোনায় আক্রান্ত হয়ে ৮ জন, উপসর্গ নিয়ে ছয়জন সহ মোট ১৪ জন মারা গেছেন।
এ নিয়ে বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্ত সংখ্যা ৩৩ হাজার ১৪৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৯ জন। আর এতে মারা গেছেন ৪৬৯ জন।
শনিবার (৩১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১১৯ জন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮৮০ জন। পটুয়াখালীতে নতুন ২৮ জন নিয়ে মোট ৪ হাজার ২৮০ জন। ভোলায় নতুন ১৫৯ জনসহ মোট ৩ হাজার ৮১৭ জন। পিরোজপুরে নতুন ৯ জনসহ মোট ৪ হাজার ৩২৭ জন। বরগুনায় নতুন ১ জন নিয়ে মোট ২ হাজার ৮৫৭ জন। ঝালকাঠিতে নতুন ৬ জন নিয়ে মোট ৩ হাজার ৯৮৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয় জন এবং করোনায় আক্রান্ত হয়ে বরিশালে দুইজন, পটুয়াখালীর একজন, ভোলায় দুইজন ও ঝালকাঠিতে তিনজনের মৃত্যু হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: