ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, বুধবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের এমদাদুল হক (৫০), রমেসা খাতুন (১০০), ত্রিশালের আব্দুস সামাদ (৯০), নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফজরুনেসা (৬০), জামালপুর সদরের রাজিয়া আক্তার (৮৫) ও মাদারগঞ্জ উপজেলার মোছা. মেরি (৫০)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৭৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ২২৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ২২ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
আপনার মূল্যবান মতামত দিন: