চলমান টিকাদান কর্মসূচি আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চারদিন বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। যা আবারও ২৪ জুলাই থেকে শুরু হবে।
সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে এমনটি জানানো হয়েছে।
গত ১২ জুলাই থেকে দেশে আবারও গণটিকাদান শুরু হয়। এদিন থেকে জেলা-উপজেলায় দেওয়া হয় চীনের তৈরি সিনোফার্মের টিকা। এর পরদিন মঙ্গলবার থেকে সিটি করপোরেশন এলাকায় দেওয়া হয় মডার্নার টিকা।
এদিকে স্বাস্থ্য অধিদফতর থেকে ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া এবার ঈদে বাড়ি না যাওয়ার কথাও বলা হয়েছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: