চলতি মাসেই পৌনে ৭শ মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত

সময় ট্রিবিউন | ১৭ জুলাই ২০২১, ০৭:০৫

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাস আক্রান্তের সঙ্গে মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে এডিস মশা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৩ জনসহ সর্বমোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৫৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যেই বাড়ি ফিরে গেছেন ৭৩৮ জন।

এ বছর বছর হাসপাতালে মোট ভর্তি রোগীদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং ১৬ জুলাই পর্যন্ত ৬৮৬ জন রোগী ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৮৬ জন। জুন মাসের ৩০ দিনে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ২৭২ জন। জুন মাসের তুলনায় চলতি জুলাই মাসের মাত্র ১৬ দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আড়াইগুণেরও বেশি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর