দেশের ৯ জেলায় করোনা ও উপসর্গে মৃত্যু ১১২

সময় ট্রিবিউন | ১৫ জুলাই ২০২১, ২১:৫৯

ছবি : ইন্টারনেট

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত বাড়তে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১১২ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী ও ময়মনসিংহ জেলায়। এ দুই জেলায় ১৯ জন করে মোট ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপরই রয়েছে কুমিল্লায়-১৬ জন, কুষ্টিয়ায়-১৪ জন, বরিশালে-১২ জন, চট্টগ্রামে-১০ জন, টাঙ্গাইলে-৭ জন, চুয়াডাঙ্গায়-৬ জন, রাজবাড়িতে-৪ জন, ঠাকুরগাঁওয়ে-৪ জন এবং দিনাজপুরে-১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে গতকাল বুধবার সারাদেশে করোনায় ২১০ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৭ হাজার ৫২ জনে। একই দিনে আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৩৮৩ জন।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৯১ লাখ ৩৮ হাজার ৮০৪ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৭৪ হাজার ৮০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ৬২৯ জন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর