আজ রাজশাহী ও কুষ্টিয়াতে করোনায় ৩১ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ১৮:৪৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতালে ১৯ জন ও কুষ্টিয়া হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনায় ১৭ জন ও উপসর্গে ১৫ জন মারা যান।

মঙ্গলবার (১৩জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান,রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।

অপরদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে নয় জন করোনা আক্রান্ত ছিলেন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। একই সময়ে ৯৯০টি নমুনা পরীক্ষায় ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর