স্যানিটারি ন্যাপকিন ব্যবহার: হেলাফেলায় স্বাস্থ্যঝুঁকি বাড়ে

সময় ট্রিবিউন | ৬ এপ্রিল ২০২১, ২২:২৭

ফাইল ছবি

নারীর মাসিক বা পিরিয়ডে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার নারীর সুস্বাস্থ্যের জন্য খুব জরুরী। শহর থেকে গ্রামাঞ্চলে স্যানিটারি ন্যাপকিনের গুরুত্ব যেমন রয়েছে তেমনি এর সঠিক ব্যবহার না জানলে ঘটতে পারে নানা বিপত্তি। তবে পিরিয়ডের সময় পরিচ্ছন্নতায় গাফিলতি থেকে নারীর জরায়ু মুখের ত্বকে নানা সমস্যা ছাড়াও হতে পারে জরায়ু সংক্রমণও।

ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাসুদা খাতুন বলেন, অনেকক্ষণ একই প্যাড পরে থাকলে দুর্গন্ধ হয়। রক্ত অনেকক্ষণ আবদ্ধ থাকায় পচনের সৃষ্টি হয় এবং এর থেকে সংক্রমণ দেখা দেয়। এই সংক্রমণ জরায়ু পর্যন্তও বিস্তৃত হয়।

তিনি বলেন, স্যানিটারি ন্যাপকিন খোলা রেখে দিলে অথবা ধুলামুক্তভাবে সংরক্ষণ না করা হলে পিরিয়ডে ওই ন্যাপকিন পরার পর অনেকেরই অস্বস্তি ও চুলকানি দেখা দিতে পারে।

ডা. মাসুদা খাতুন জানান, অনেকেরই স্যানিটারি ন্যাপকিন পরে থাকায় দুই পায়ের মাঝে ও নিতম্বে ছিলে যাওয়া, র‌্যাশ এমনকি দাগও হতে পারে। উরুতে ঘামের কারণে ত্বকে দেখা দিতে পারে ফাঙ্গাল ইনফেকশন এবং চুলকানিও। আঁটসাঁট ও সিন্থেটিক কাপড় না পরে এই সময়টা তাই কোমরে নরম ইলাস্টিকের পাতলা সুতি বা গেঞ্জি কাপড়ের পাজামা, সালোয়ার বা প্যান্ট পরা উচিৎ।

তিনি বলেন, ত্বকে চুলকানি হলে প্রাথমিক পর্যায়ে নারিকেল তেল ও ভ্যাসলিন ব্যবহার করা যেতে পারে। বাজারে যেসব অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল ক্রিম পাওয়া যায় তাও ব্যবহার করা যেতে পারে। তবে অবস্থা খারাপের দিকে মনে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিজিএমই হাসপাতালের ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ লিন্ডা জানান, অনেকে অতিরিক্ত রক্তপাত ঠেকাতে একসঙ্গে একাধিক প্যাড ব্যবহার করে থাকেন; যা খুবই ঝুঁকিপূর্ণ। এক সঙ্গে একাধিক প্যাড ব্যবহার সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই একাধিক প্যাড ব্যবহার না করে প্রয়োজন হলে দুতিন ঘণ্টা পর পর প্যাড পরিবর্তন করতে হবে। মাসিক চলাকালে পেটে ব্যাথা হওয়ার একটি কারণ হতে পারে সংক্রমণও।

ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক শিখা গাঙ্গুলী বলেন, পিরিয়ডে নির্দিষ্ট সময় পর পর প্যাড বদল না করা হলে জীবাণু যোনিপথে উপরের দিকে উঠে যেতে পারে।  সাথে সাথেই কোনো স্বাস্থ্য সমস্যা দেখা না দিলেও ধীরে ধীরে তা প্রকাশ পায়। অনেকের দীর্ঘ মেয়াদী তলপেট ব্যথা হয়ে থাকে। এ ধরনের সংক্রমণে নারীর গর্ভধারণ ঝুঁকিতে পড়বে এমনটা না বলা গেলেও এই শঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

তিনি বলেন, পিরিয়ডের সময় অপরিচ্ছন্ন থাকলে অধিকাংশ নারীরই বেশি বয়সে তলপেট ব্যথার সমস্যা দেখা দেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর