অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। এই সাতজনের মধ্যে রাজশাহীর তিনজন ও চাঁপাইনবাবগঞ্জের চারজন। বাকি সাতজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নওগাঁর একজন ও নাটোরের একজন রয়েছে। আগের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে মারা গেছেন ১০ জন। এ নিয়ে চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মোট ৩১০ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ১৮ মধ্যে ওঠানামা করছে।
হাসপাতালের পরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৮ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪৭ জন। এখন হাসপাতালে মোট ভর্তি রয়েছে ৪৪২ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৯২ জন, সন্দেহভাজন ১৯৪ জন ও নেগেটিভ ৫৬ জন। আগের দিন হাসপাতালে মোট রোগী ছিলেন ৪৩৪ জন। রোগী বাড়ার কারণে হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৪০৫।
জানা গেছে, আগের দিন দুটি ল্যাবে রাজশাহীর মোট ৪৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৮৪ শতাংশ। আগের দিনে এই হার ছিল ২৯ দশমিক শূন্য ৮ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জের ৭৭টি নমুনা পরীক্ষায় ১৪ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ১৮ দশমিক ১৮ শতাংশ।
আপনার মূল্যবান মতামত দিন: