রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৩ জুন ২০২১, ১৯:০৮

অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে এসেছেন এক ব্যক্তি-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর একজন করে মোট তিনজন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার (২৩ জুন) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২২ জুন) সকাল ৯টা থেকে বুধবার (২৩ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৬০ জন। যার মধ্যে রাজশাহীর ৪৪ জন ও বাকি ১৬ জন চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনাসহ অন্যান্য জেলার।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, নতুন রোগীর মধ্যে ৪১ জন এসেছেন গ্রাম থেকে, আর বাকি ১৯ জন শহরের। বর্তমানে হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৩৫৭ শয্যার বিপরীতে ৪১০ জন রোগী  চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪৫৭ জনের করোনা পরীক্ষায় ১৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা মোট শনাক্তের ৩৩ দশমিক ৪ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর