অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জন মারা গেছেন। এদের মধ্যে পাঁচজন করোনায় এবং আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১৫ জুন) সকাল ৯টা থেকে বুধবার (১৬ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা। মৃত ১৩ জনের মধ্যে আটজনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের চারজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন।
রামেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন আরও ৯ জন। এছাড়া একদিনে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯ জন।
মঙ্গলবার (১৫ জুন) থেকে বুধবার (১৬ জুন) বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেডিকেটেড হাসপাতালে বিভিন্ন সময়ে এসব ব্যক্তিরা করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন। এদের মধ্যে চারজনের বাড়ি বাগেরহাটে এবং একজনের বাড়ি খুলনায়।
এছাড়া হাসপাতালে ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন।
এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ১৪৯ জন। গত সাত দিনে আক্রান্তের সংখ্যা ৩৪ শতাংশ। তবে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ডেডিকেটেড হাসপাতালে ঠাঁই মিলছে না অনেকের। হাসপাতালের বারান্দায়ও চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ। আবার অনেকে জায়গা না পেয়ে ফিরে যাচ্ছেন।
আপনার মূল্যবান মতামত দিন: