করোনায় রাজশাহী মেডিকেলে আরও ৭ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২১, ১৯:২৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও সাতজন মারা গেছেন। এখন পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি আছেন ২৩২ জন।

সোমবার সকালে হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল রোববার সকাল থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট সাতজন মারা গেছেন। এই সাতজনই করোনায় সংক্রমিত ছিলেন। তাঁদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে মারা গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগে গত মে মাসের শেষ সপ্তাহ থেকে করোনায় মৃত্যু বাড়ছে। গত ২৪ মে রাজশাহী মেডিকেলে এক দিনে প্রথম সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়। তবে ৪ জুন হাসপাতালে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল। হাসপাতালের দেওয়া হিসাবমতে, গত ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১১৪ জন। এর মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন ৬৯ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর