করোনায় রামেকে চিকিৎসাধীন আরও ৮ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৫ জুন ২০২১, ১৯:০৪

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও আট জন মারা গেছেন। এর মধ্যে চার জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি চার জনের করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জুন) সকালে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মারা যাওয়া আট জনের মধ্যে পাঁচ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায়। বাকি তিন জন রাজশাহীর বাসিন্দা।

হাসপাতাল সূত্র জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ২২৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন। এর মধ্যে রাজশাহীর বাসিন্দা ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জন ও একজনের বাড়ি নওগাঁ জেলায়।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ২৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩১ জন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৫১ দশমিক ১৭।

এর আগে গতকাল শুক্রবার রামেকে করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন মারা গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর