আগামীকাল থেকে শুরু হচ্ছে সিনোফার্মের টিকা প্রয়োগ

সময় ট্রিবিউন | ২৫ মে ২০২১, ০৭:২৫

ছবি : ইন্টারনেট

আগামীকাল থেকে শুরু হচ্ছে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ । তবে টিকার পরিমান পর্যাপ্ত না হওয়ায় আপাতত সর্বসাধারণকে এই টিকা দেয়া হচ্ছে না। মেডিকেল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে যারা পড়াশোনা করছেন তারাই এই টিকা পাবেন। 

অর্থাৎ যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রোগীদের সেবাকাজে অংশগ্রহণ করছেন তারাই এই টিকা পাবেন।

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীকে টিকা দেয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। ওই সময় সশরীরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেখানে উপস্থিত থাকবেন। 

প্রথম দিন সেখানকার ২৫৭ শিক্ষার্থীকে টিকা দেয়ার কথা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, উদ্বোধনের দিন ১ হাজার শিক্ষার্থীকে এই টিকা দেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণে এক সপ্তাহ এই কার্যক্রম স্থগিত রাখা হবে। পরে আবার এই টিকা শিক্ষার্থীদের মধ্যে গণহারে দেয়া হবে। এই ৫ লাখ টিকার মধ্য থেকে ৩০ হাজার টিকা চীন সরকার বাংলাদেশ সরকারের কাছে চেয়েছে এ দেশে থাকা ও কাজ করা চীনা নাগরিকদের জন্য।

প্রসঙ্গত; ২৯ এপ্রিল দেশে জরুরি ব্যবহারে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ টিকা ব্যবহারের জন্য অনুমোদন দেয়। ১২ মে চীন সরকারের দেয়া ৫ লাখ উপহারের টিকা দেশে এসে পৌছায়।

বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিকেল প্রোডাক্টস জানিয়েছে, তাদের টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর। চীন, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে এই টিকা প্রয়োগের অনুমোদন দেয়া হয়। ফলাফলের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, এই টিকা ৮৬ শতাংশ কার্যকর।

আগামীকাল থেকে শুরু হচ্ছে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ । তবে টিকার পরিমান পর্যাপ্ত না হওয়ায় আপাতত সর্বসাধারণকে এই টিকা দেয়া হচ্ছে না। মেডিকেল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে যারা পড়াশোনা করছেন তারাই এই টিকা পাবেন। 

অর্থাৎ যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রোগীদের সেবাকাজে অংশগ্রহণ করছেন তারাই এই টিকা পাবেন।

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীকে টিকা দেয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। ওই সময় সশরীরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেখানে উপস্থিত থাকবেন। 

প্রথম দিন সেখানকার ২৫৭ শিক্ষার্থীকে টিকা দেয়ার কথা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, উদ্বোধনের দিন ১ হাজার শিক্ষার্থীকে এই টিকা দেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণে এক সপ্তাহ এই কার্যক্রম স্থগিত রাখা হবে। পরে আবার এই টিকা শিক্ষার্থীদের মধ্যে গণহারে দেয়া হবে। এই ৫ লাখ টিকার মধ্য থেকে ৩০ হাজার টিকা চীন সরকার বাংলাদেশ সরকারের কাছে চেয়েছে এ দেশে থাকা ও কাজ করা চীনা নাগরিকদের জন্য।

প্রসঙ্গত; ২৯ এপ্রিল দেশে জরুরি ব্যবহারে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ টিকা ব্যবহারের জন্য অনুমোদন দেয়। ১২ মে চীন সরকারের দেয়া ৫ লাখ উপহারের টিকা দেশে এসে পৌছায়।

বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিকেল প্রোডাক্টস জানিয়েছে, তাদের টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর। চীন, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে এই টিকা প্রয়োগের অনুমোদন দেয়া হয়। ফলাফলের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, এই টিকা ৮৬ শতাংশ কার্যকর।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর