ডেঙ্গুতে শেবাচিমে আরও ১ মৃত্যু, চিকিৎসাধীন ২০১

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৬ জুলাই ২০২৩, ১৯:৫৬

সংগৃহীত ছবি

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার ইমরান (২৭) নামে এক যুবক গত ২৫ জুলাই শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ডেঙ্গু কর্নারে ভর্তি হন। বুধবার সকালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় আরও এক রোগীর মৃত্যু হয়।

সবশেষ রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ২০১ জন ডেঙ্গু রোগী। এর আগে গত সোমবার চিকিৎসাধীন ছিলেন সাম্প্রতিক বছরের সর্বাধিক ২২১ জন ডেঙ্গু রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ জন রোগী। একই সময়ে ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ জন রোগী।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর