টাঙ্গাইলে একদিনে নতুন ডেঙ্গু শনাক্ত ১০ জন

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৪ জুলাই ২০২৩, ২৩:০১

সংগৃহীত ছবি

টাঙ্গাইলে বেড়েই চলেছে ডেঙ্গুর সংক্রমণ। গ্রামাঞ্চলে ছড়িয়ে পরেছে এডিস মশা। এর ফলে গ্রামের মানুষগুলো এখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। একদিনে নতুন ১০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

সোমবার (২৪ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এরে মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২ জন, নাগরপুর উপজেলায় ৬ জন, সখিপুর উপজেলায় ১জন এবং মধুপুর উপজেলায় ১ জন।

তিনি আরও জানান, আক্রান্তরা স্থানীয় হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭১ জন। সুস্থ হয়েছেন ১১৮ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর