ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬১

সময় ট্রিবিউন ডেস্ক: | ৭ জুলাই ২০২৩, ০৫:৪১

সংগৃহীত ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৪ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৬১ ডেঙ্গুরোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দুই হাজার ১২৯ জন।

বৃহস্পতিবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬১ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি-৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ১১৬ জন। তাদের মধ্যে রাজধানীতে হাসপাতালে ভর্তি হয়েছেন সাত হাজার ৮৯৯ জন। আর ঢাকার বাইরে অন্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ২১৭ জন।

অন্যদিকে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আট হাজার ৯৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ছয় হাজার ৩৫৯ জন এবং ঢাকার বাইরে দুই হাজার ৫৬৪ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর