বিশ্বকে পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। তিনি বলেন, বিশ্ব জুড়ে করোনাভাইরাসের প্রকোপ শেষ হয়ে গেছে বলে মনে হলেও তা নয়। এর আরেকটি উপরূপ হানা দেওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এছাড়া করোনার চেয়েও মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ মে) ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিয়ে একটি রিপোর্ট পেশ করে তিনি এ কথা বলেন। খবর- এনডিটিভি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, পরবর্তী মহামারি যখন আঘাত হানবে তখন আমাদের অবশ্যই সিদ্ধান্তমূলক, সম্মিলিতভাবে ও ন্যায়সঙ্গতভাবে পদক্ষেপ নেওয়ার মতো প্রস্তুত থাকতে হবে।
চলতি মাসের শুরুতে করোনাভাইরাস মহামারি আর ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ নয় বলে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এসটি/এসকে
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: