রাঙ্গাবালীতে স্বাস্থ্য বিভাগের অভিযান: সিলগালা দুই ডায়াগনস্টিক

নামের সামনে ডাক্তার লেখার অপরাধে গ্রেফতার ও কারাদন্ড

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৯

সংগৃহীত

রাঙ্গাবালী উপজেলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। এসময় অবৈধ দুটি ডায়াগনস্টিক সিলগালা করা হয়। এদিকে নামের সামনে ডাক্তার লেখার অপরাধে গৌতম কুমার রায় নামের এক জনকে গ্রেফতার করে ৬ মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সালেক মুহিদ। আজ মঙ্গলবার সকাল থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান চলে।

পটুয়াখালী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.মো.তৌফিকুর রহমান, ডা.আবু জাফর ও গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মো. তরিকুল ইসলাম ও রাঙ্গাবালী উপজেলা সেনিটারী ইন্সপেক্টর নুর মোহাম্মদ খান এ সময় উপস্থিত ছিলেন।

সিলগালা করা ডায়াগনস্টিক গুলো হলো- ফিরোজ আলম পরিচালিত রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টার, গৌতম কুমার রায় পরিচালিত ছোয়া ডায়াগনস্টিক সেন্টার। এছাড়াও সিকদার মেডিকেল হলের জসিম সিকদারকে প্রেসক্রিপশন করে চিকিৎসা দিতে নিষেধাজ্ঞা প্রদান করে ভ্রাম্যমান আদালত।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর