চিলড্রেনস পিচ প্রাইজ এর জন্য মনোনীত হয়েছে ইমন

সময় ট্রিবিউন | ৬ নভেম্বর ২০২২, ০০:৪৫

সংগৃহীত

শিশুদের নোবেল খ্যাত Children's Peace Prize এর জন্য এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে আবিদ সিদ্দিকী ইমন।

কিডসরাইট নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত একটি সংস্থা, ২০০৩ সালে মার্ক দুলার্ট ও ইনেক ইকিংক প্রতিষ্ঠা করেন। এ সংস্থার মূল উদ্দেশ্য শিশুদের সহায়তা করা, বিভিন্ন প্রজেক্টের জন্য তহবিল সংগ্রহ করা ও আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে শিশুদের অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। ২০০৫ সাল থেকে চালু তারা চালু করে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার। এ বছর তারা বিভিন্ন ক্যাটাগরিতে ১৭৫ জনকে নমিনেশন দিয়েছেন। এনভায়রনমেন্ট ক্যাটগরিতে পেয়েছেন ১৩ জন, আর তাদেরই একজন বাংলাদেশের ইমন।


কিসডরাইটসের ওয়েবসাইট থেকে জানা যায়, ইমন ওয়ান স্টেপ ফর টুমরো'র একটি প্রজেক্ট 'হিল দ্য ইউনিভার্স' এর দায়িত্বে ছিলেন। যার মূল লক্ষ্য ছিলো সে ও তার টিম প্রতিমাসে অন্তত ২ টি করে গাছ লাগাবে।

ইমন বর্তমানে ঢাকার নটরডেম কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত। সে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে একাধিক সংগঠন। পাশাপাশি তার ঝুলিতে রয়েছে কয়েকটি জাতীয় পুরস্কারও।

মনোনয়ন নিয়ে তার অনুভূতির কথা জানতে চাইলে সে জানায়, সে অনেক আনন্দিত। পাশাপাশি আগামীতে আরো বড় কিছু করার বীজ বুনছে সে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর