অর্থের অভাবে চিকিৎসা হচ্ছেনা শতবছর বয়সী বৃদ্ধের

মো. মহাসিন মিয়া, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি | ৯ আগষ্ট ২০২২, ০৯:১২

সংগৃহীত

দীঘিনালায় অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না শতবছর বয়সী অসুস্থ বৃদ্ধ মোহাম্মদ মফিজুল্লাহ।

জানা যায়, শতবছর বয়সী অসুস্থ বৃদ্ধ মোহাম্মদ মফিজুল্লাহ দীঘিনালা উপজেলার অর্ন্তগত মেরুং ইউপির জুর জুরি পাড়া এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় একটি ঘর পেয়ে বৃদ্ধ অসুস্থ স্ত্রীকে নিয়ে বসবাস করেন। অর্থ-সম্পত্তি ও দেখাশুনা করার কেহ না থাকায় বেছে নিয়েছেন ভিক্ষুক পেশা। ভিক্ষা করেই চলতো তাঁর জীবন ও সংসার।

বর্তমানে বেশি অসুস্থ হওয়ার কারণে হাঁটাচলা করতে না পারায় মানবেতর হয়ে পরেছে জীবন-যাপন। এদিকে তাঁর স্ত্রীও অসুস্থ। আর্থিক অভাবে যেমনি সংসার চালাতে পারছেনা তেমনি দু'জনের চিকিৎসাও করাতে পারছেনা বলে জানান অসুস্থ বৃদ্ধ মোহাম্মদ মফিজুল্লাহ ও তাঁর স্ত্রী। এমতাবস্থায় তাঁরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সু-দৃষ্টি কামনা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর