এবার রানু মণ্ডলকে গাড়ি-বাড়ি দিবেন হিমেশ

সময় ট্রিবিউন | ২৭ নভেম্বর ২০২১, ০৪:১১

ছবিঃ সংগৃহীত

রাতারাতি ভাইরাল হওয়ার পর তারকা খ্যাতি পেয়েছিলেন রানু মণ্ডল। এই ভাইরাল শব্দটিই রানুকে রানাঘাট রেলস্টেশন থেকে পৌঁছে দিয়েছিল বলিউডের রঙিন জগতে। 

ভারতের সংগীত পরিচালক হিমেশের হাত ধরে রানুর ‘তেরি মেরি কাহানি’ গান ছড়িয়ে পড়ে চারদিকে। ভাইরাল হওয়ার পরবর্তী সময় ছিল রানু মণ্ডলের কাছে অনেকটাই স্বপ্নের মতো। রানাঘাটের স্টেশন থেকে সোজা জায়গা পেয়েছিলেন বলিউডে। 

সব খ্যাতিকে সঙ্গে নিয়েই ফিরলেন সেই রানাঘাটের ভাঙা বাড়িতে। আবার যেন সেই পুরনো অন্ধকারেই ডুবসাঁতার দিলেন রানু মণ্ডল।

সম্প্রতি ভারতের জনপ্রিয় ইউটিউবার তোতন ঘোষ গিয়েছিলেন রানুর বাড়িতে। সেখানেই একান্ত সাক্ষাৎকারে রানু বলেন, এখনো হিমেশ তাকে মুম্বাইতে যেতে বলেন!

শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে রানু বলেন, ‘হিমেশ আমাকে বলেছিলেন আমার জন্য একটা ফ্ল্যাট কিনে রাখবেন। কারণ, মুম্বাইয়ে রেকর্ডিং করতে গেলে দু-তিন দিন থাকতে হয়। আবার রানাঘাটে আসতে হয়। এই ঘন ঘন আসা-যাওয়াটা সম্ভব নয় বলেই হিমেশ আমাকে ফ্ল্যাট দেবেন বলেছিলেন। ওখানে থেকে কাজ করার জন্য শুধু বাড়ি নয়, গাড়িও দেবেন বলে কথা দিয়েছেন হিমেশ! 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর